রাজধানীর মোহাম্মদপুর থানা ডাইনিং হল আধুনিকীকরণ ও বৈঠকখানা উদ্বোধন করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)।
তিনি মোহাম্মদপুর থানা ডাইনিং হল আধুনিকীকরণ ও বৈঠকখানার উদ্বোধনী ফলক উন্মোচন করেন। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক পিপিএম-সেবা-এর তত্ত্বাবধানে এই কার্যক্রমের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুল হক ভূঞা।
উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার থানা কম্পাউন্ডে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।
এর আগে সন্ধ্যায় মোহাম্মদপুর থানা কম্পাউন্ডে পৌঁছালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার,যুগ্ম পুলিশ কমিশনারগণ উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪