র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন,অপহরন ও ধর্ষণসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র্যাব-৩ নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
তারাই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত ছিনইকারী মামলার সাজাপ্রাপ্ত ছিনতাইকারী দলের সর্দার মোঃ ইসমাইল হোসেন বাবু (৫০)কে ঢাকা মহানগরীর ওয়ারী থানাধীন এলাকা থেকে গত অদ্য ১৩ আগষ্ট ২০২৩ ইং রাত ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৩
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায় যে, ধৃত আসামি রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ছিনতাইকারী গ্রুপের সর্দার এবং তার নামে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাই এর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানার ১৯৯৬ সালের একটি ছিনতাই মামলায় ২০২২ সালে বিজ্ঞ আদালত কর্তৃক ধৃত বাবুকে ৫ বছরের কারাদন্ড প্রদান করা হয়। ধৃত বাবু রায় ঘোষণার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪