বাগেরহাট প্রতিনিধিঃ-বাগেরহাটের মোরেলগঞ্জে ৭৬ টি মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আসন্ন শারদীয় এ দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার লক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আইন-শৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবুল হাসনাত, সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশিকুর রহমান ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার রায়, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, নিহার রঞ্জন হালদার ও অধ্যাপক বেদান্ত হালদার।
এ বছর মোরেলগঞ্জে ৭৬ টি মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি মন্ডপে স্থানীয় স্বেচ্ছাসেবক , আনসার ও পুলিশ সদস্যদের মাধ্যমে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪