বাগেরহাট প্রতিনিধিঃ-মোংলায় ১০০ গ্রাম গাঁজা ১০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। গতকাল রবিবার (১ অক্টোবর) রাতে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হল মোংলা পৌর শহরের পশ্চিম শেহলাবুনিয়া, শ্রম কল্যান রোড বালুরমাঠ এলাকার আঃ হাই (হাকিম) এর ছেলে মোঃ সাব্বির গাজী (রবিউল)(২৭), সিগনাল টাওয়ার এলাকার আফজাল মাতুব্বরের ছেলে মোঃ রমজান মাতুব্বর (বাবু) (২২) ও একই এলাকার আবুল কালামের ছেলে মোঃ বেল্লাল হোসেন (২১)।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ সোমবার (২ অক্টোবর) সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে তাদের।