‘সেবা ও সদাচারের’ ডিএমপি অঙ্গীকার’এ প্রতিপাদ্য সামনে রেখে সেবার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও থানার ডাইনামিক ও মানবিক অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন।
বৈশাখের অসহ্য গরমে প্রকৃতিতে যেন গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। এর মধ্যে আজ থেকে আরো ৭২ ঘণ্টার তাপদাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সব মিলিয়ে প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই তীব্র গরমে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষদের একটু স্বস্তি দিতে মহান মে দিবসে শ্রমজীবি মানুষদের জন্য এক ভিন্নধর্মী উদ্দ্যোগ নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও থানার ডাইনামিক ও মানবিক অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন।
তারাই ধারাবাহিকতায় আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে তেঁজগাও থানা এলাকায় খেটে খাওয়া শ্রমজীবি রিকশা ও ভ্যান চালকদের মাথায় কিছুটা রোদে পোড়ার হাত থেকে বাঁচাতে রিক্সা ও ভ্যান চালক’দের মাথায় ক্যাপ পরিয়ে দেন ও সেই সাথে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরন করেন তিনি ।
এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও থানার ডাইনামিক ও মানবিক অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই দিনটি পালিত হয়ে থাকে।তাই প্রতিটি শ্রমজীবি মানুষের প্রতি আমার ভালোবাসা রইলো। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ বিধ্বস্ত জনজীবন
প্রচণ্ড তাপদাহে পথচারীদের দুর্ভোগ লাঘব করতে আমার এই ছোট্ট উদ্দ্যোগ টি নেওয়া ।
তিনি আরো বলেন গত ২১ এপ্রিল তারিখ হতে তেজগাঁও থানার চারটি স্পটে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বুথ বসানো হয়। প্রতিটি বুথেই প্রতিদিন ১০০ লিটার পানি ও ১০০ স্যালাইন দেওয়া হয়।আজ মহান মে দিবস উপলক্ষে উক্ত চার বুথের পাশাপাশি ফার্মগেট ও লোকাস মোড় এলাকার দুটি স্পটে ক্যাপ, মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। মূলত রিকশা ও ভ্যান চালকদের মাঝেই এগুলো বিতরণ করা হয়। প্রায় ৫০০ রিকশা ও ভ্যান চালকের মাঝে এগুলো বিতরণ করা হয়। এসময় ঢাকা সিটি করপোরেশন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মনজুর এবং বিশিষ্ট সমাজসেবক আবু সাদেক উপস্থিত ছিলেন।
ওসি মোহাম্মদ মহসীন এর এমন ভিন্নধর্মী মহতি উদ্দ্যোগ’কে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন ।