দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে বসতঘরে ঢুকে হামলা চালিয়ে আসামীরা মালামাল লুট করে নেয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়।
আদালতে বিচারক আফসানা শারমিন ইভা মামলা আমলে নিয়ে গোয়েন্দা শাখা (ডিবি) কে আগামী ২২ ডিসেম্বর তারিখের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন প্ররণের নির্দেশ দেন। দায়েরকৃত মামলার বাদী হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার চরসোনাপুর গ্রামের মৃত হাবিবুর রহমান তালুকদারের ছেলে নিজাম তালুকদার।
আসামীরা হলেন- একই গ্রামের মৃত সেকান্দার আলী হাওলাদারের পুত্র মোঃ হুমায়ুন কবির শাহীন, মৃত সেরাজুল ইসলাম হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদার ও মোঃ হুমায়ুন কবির শাহীনের ছেলে মোঃ হৃদয় হাওলাদার সহ অজ্ঞাত ১০/১২ জন। মামলায় একই এলাকার নামধারী চার জনকে সাক্ষী করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, দায়েরকৃত মামলার ১নং সাক্ষী চট্টগ্রামে ব্যবসা করে। বাদী এই সাক্ষীর চরসোনাপুর গ্রামের টিন সেট বসতঘর দেখাশুনা সহ সাক্ষীর কৃষি জমি চাষাবাদ করে জীবন-যাপন করে আসছে। আসামীরা বাদীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করার বিষয়টি ১নং সাক্ষী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানায়।
এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা চলমান বছরের ১৮ নভেম্বর বিকেলে ধারালো অস্ত্র নিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে ওই চাঁদার দাবিতে অটল থাকে। দাবীকৃত চাঁদা না পেয়ে বসতঘরের মালামাল লুট করে নিয়ে যায়। বাঁধা দিলে বাদীকে কিল, ঘুষি ও লাঠি দেয় আসামীরা।
বাদী ও ১নং সাক্ষী জানান, দায়েরকৃত মামলার ১নং আসামী মোঃ হুমায়ুন কবির শাহীন মেহেন্দিগঞ্জ উপজেলার ২নং লতা ইউনিয়ন বিএনপির সভাপতি। গত ৫ আগষ্টে আ.লীগ সরকারের পতনের পর এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪