জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি
"স্বাস্থ্যই সকল সুখের মূল" এই বার্তাকে আরো সহজ করার লক্ষ্যে চন্দনাইশ উপজেলা বাসীকে আধুনিকতার ছোঁয়া নিয়ে স্বাস্থ্য সেবা দিতে বরমা ইউনিয়নের রাউলিবাগ মাজারের উত্তর পাশ্বে সাতঘাটিয়া পুকুর পাড় সংলগ্ন এলাকায় মেটারনিটি জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে।
১০ মে (শুক্রবার) বিকেলে সেলিম ভবনে এক আলোচনা সভা ও ফিতা কেটে সাজসজ্জার মধ্য দিয়ে ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়।
চন্দনাইশের কৃতি সন্তান ডা:কাজল কান্তি বৈদ্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম (টিটু)। অত্র হসপিটালের পরিচালক রনি বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু বলরাম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, ডা: পি.কে মজুমদার,ডা: অভিরণ দত্ত অভি, ডা: মারুফা জান্নাত ,ডা: মুজাহিদুল ইসলাম, ডা: কামরুল ইসলাম, ডা: ইব্রাহিম চৌধুরী,শিমুলসহ ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন সেবায় এমন প্রতিষ্ঠান যাত্রা কে স্বাগত জানিয়েছেন,এবং মানুষকে সুন্দরভাবে চিকিৎসা প্রদানের আহ্বান জানান। হসপিটাল সূত্রে জানা গেছে, এ অঞ্চলের রোগীদের চিকিৎসা সেবা দিতে বিশেষজ্ঞ ডাক্তার ও অভিজ্ঞ সার্জনের সমন্বয়ে এবং উন্নত মেশিনারীর সহায়তায় সকল ধরণের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেবা প্রদান করবেন কর্তৃপক্ষ। তাই সাধারণ কেবিন ও ভিআইপি কেবিন,জেনারেল ওয়ার্ড, নবজাতক ও শিশু কেয়ার ইউনিট, জরুরী অক্সিজেন ব্যবস্থা, জরুরী এ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে হসপিটালটিতে। স্বল্প খরচে উন্নত সেবা দেয়ায় অভিজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪