বিনোদন প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে চ্যানেল ১১ এর ইউটিউব চ্যানেল থেকে সুন্দর মিউজিক্যাল ফিল্ম সহ প্রকাশ হয়েছে এ সময়ের সঙ্গীতশিল্পী মেজবা শরীফের নতুন গান “কার মায়াতে”। সঙ্গীতায়োজনে ছিলেন আহমেদ সজিব অভিনয়ে মেজবা শরীফের সাথে ভারতের তৃষা ও রাজ। ক্যামেরায় ভারতের স্বপন শিকদার,মেকাপে ভারতের পূজা বাগচি কোরিওগ্রাফি এবং নির্দেশনায় ছিলেন ভারতের অভিজিৎ আইন। নতুন এই গান নিয়ে মেজবা বলেন “গানটি খুবই ভালো হয়েছে একটু বিরহের গান এটি। আশা করি শ্রোতা দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পাবো। সবার ভালোবাসা এবং দোয়া চাই”।এর পূর্বে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো : অনুরূপ আইচের লিখা “ঝরছে বৃষ্টি” গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী আর্শি এবং “ফটো”, ” মনের স্মার্টফোন”, সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান “প্রিয়া”এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এছাড়াও এস কে সাগর সানের লিখা ও সুরে “ভালোবাসি”, বাধন রাজের লিখা ও সুরে “কত সুখে আছি আমি”সালাহ উদ্দীন সাগরের লিখা এবং আহমেদ সজীবের সুরে “বোঝেনা সে বোঝেনা”এম আই মাসুমের লিখা এবং সুর সঙ্গীতে “শুধু আমার” আখি চৌধুরীর লিখায় এবং মিলন খানের সুর সঙ্গীতে ” প্রেম” এর বাহিরেও মেজবার নিজের লিখা ও সুরে ” একটু শোন”চুপটি করে,লাভার বয়”কথা জমে থাক”দূর কোন দেশে”অনেক তো হলো” এবং “ইশারা”, এ ইশারা গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী বৃষ্টি।
সংবাদ শিরোনাম ::
মেজবা শরীফের নতুন গান “কার মায়াতে”
- মাসুদ রানা
- আপডেট সময় : ০১:০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- ৩৫৪৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ