বিনোদন প্রতিবেদক:- এ প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী কেয়া বাঙালি। ক্ষুদে গান রাজ, মার্কস অলরাউন্ডার, আগামীর তারকা সহ বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়ে গানের ভুবনে পা রাখেন তিনি। মূলত ক্ষুদে গানরাজ থেকে দর্শক হৃদয়ে জায়গা করে নেন কেয়া৷ তবে তিনি এখন আর ক্ষুদে নেই। কেয়ার বাবাও একজন সংগীতশিল্পী। তার বাবার স্বপ্ন ছিল সন্তানকে সংগীতশিল্পী বানাবেন। এরই মধ্যে সেই স্বপ্নও পূরণ হয়েছে। কেয়া পড়াশোনা করছেন মিউজিক নিয়ে। ভালো লাগা থেকেই গাইছেন গান।
পড়াশোনার পাট চুকিয়ে গানের ওপর পিএচডি করার ইচ্ছে কেয়ার৷ ভালোবাসেন লোকগান। তবে সব গানেই পারদর্শী তিনি। এরই মধ্যে তার গাওয়া ২০টি গান প্রকাশিত হয়েছে। বেশকিছু কভার গানও করেছেন তিনি। সেই গানগুলো নেট দুনিয়ায় তুমুল ভাইরাল।
কেয়া বাঙালি বলেন, আমাদের দেশে গান নিয়ে পড়াশোনা তেমন একটা নেই বললেই চলে। আমি মিউজিকে পড়াশোনা করছি। অনার্স ৪র্থ বর্ষে মিউজিক সাবজেক্টে। গান নিয়েই সকল চিন্তা চেতনা। সামনে নতুন কিছু গান আসবে। বর্তমানে তা নিয়েই ব্যস্ততা।