আবদুল মামুন,সীতাকুণ্ড-
ময়মনসিংহের নান্দাইল থানার আলোচিত এনামুল হক হত্যা মামলার অন্যতম প্রধান ২নং আসামী মোঃ ফরহাদ মিয়া (৩৩) প্রকাশ খলিল’কে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কদম রসুল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। আটককৃত মোঃ ফরহাদ মিয়া প্রকাশ খলিল ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ভাটিচারিয়া এলাকার বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত এনামুল হক ও আসামী মোঃ ফরহাদ মিয়া’র মধ্যে জমি-জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছিলো। উক্ত বিরোধের জের ধরে নিহত এনামুল হকের পরিবার বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামী মোঃ ফরহাদ মিয়া’র পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, নান্দাইল, ময়মনসিংহে একটি মামলা দায়ের করেন, মামলা নাম্বর-১১৮/২০২৩ যা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এই ক্ষোভে গত ১৩ মার্চ আসামী ফরহাদ মিয়ার নেতৃত্বে ১২/১৫ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার একই বংশের লোক এনামুল হককে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় এনামুল হককে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে একই দিন দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন। উক্ত হত্যার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ময়মনসিংহ জেলার নন্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২০/৮০, তারিখ-১৪ মার্চ ২০২৪ইং,ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬/(২)/৩৪ পেনাল কোড ১৮৬০। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া নুরুল আবছার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের নান্দাইল থানার আলোচিত এনামুল হক হত্যা মামলার প্রধান আসামীকে কদম রসুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডে আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নান্দাইল মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।