মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গেচুয়া গ্রামের ড্রাগন, কলা,আনারস ও পেঁপে চাষীর নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, উক্ত এলাকায় কাকরাইদ এলাকার বকুল ও আব্দুর রাজ্জাক নামে আরেকজনের মিলে প্রায় ত্রিশ বছর ধরে ৩৬০ শতাংশ জমিতে ড্রাগন,১০ বিঘা জমিতে কলা, ১৪ বিঘা জমিতে পেপে,২১ বিঘা জমিতে আনারস চাষাবাদ করে আসছেন বলে জানান চাষী বকুল মিয়া।
সোমবার সকালে মজিদ বাজার এলাকার আরিফ হুজুরের নেতৃত্বে বিএনপির কিছু লোক উক্ত বাগানে যায় এবং চাঁদা দাবী করে। স্হানীয়রা জানান, আমরা ৩০/৪০ জন লোক উক্ত বাগান গুলোতে কাজ করে আমরা সংসার পরিচালনা করে আসছি। আজ হঠাৎ কিছু বিএনপির লোকজন এসে চাঁদা দাবী করে কিন্তু এলাকাবাসীর তোপের মুখে তারা পালিয়ে যায় বলে তারা জানায়।এব্যাপারে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী এই চাঁদাবাজদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
এব্যাপারে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪