আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত ডেঙ্গু রোগ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে দশটায় হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। সেমিনার অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুল রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইন ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ইমরান হোসেন, ডাঃ নাহিদুল ইসলাম, ডাঃ নুর আলম, ডাঃ তারিকুল ইসলাম, ডাঃ ফারজানা শারমিন, ডাঃ নন্দিতা ঘোষ, ডাঃ অতনী চন্দ্র, ডাঃ ফারহানা সহ সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন।