এ. এইচ. রিপন ভোলা জেলা প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছেন ভোলা-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকাল ১১:৩০ টায় লালমোহন উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের পর নেতাকর্মীদেরকে নিয়ে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে আলোচনা সভায় অংশগ্রহণ করেন এমপি শাওন। এসময় তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য এখন থেকে কাজ করতে হবে। সকলকে একত্রিত মানুষের বাড়ী বাড়ী গিয়ে শেখ হাসিনার উন্নয়নগুলো প্রচার প্রচারণা চালাতে হবে। উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে ভোটের দিন পরিবারের ভোটার সকলকে নিয়ে ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে। বাড়ী বাড়ী গিয়ে উঠান বৈঠক করতে হবে। ভোলা-৩ লালমোহন তজুমদ্দিনে নৌকা মার্কায় সর্বোচ্চ ভোট দিয়ে শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান প্রমূখ।
সংবাদ শিরোনাম ::
ভোলা-৩ আসনে নৌকার প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন এর মনোনয়নপত্র দাখিল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ