ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল বাগেরহাটে ঐতিহ্যকে মেলে ধরে রাখতে পিঠা উৎসব মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃত্যু মোরেলগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত মধুপুরে বিয়ের ৭ মাস পর গৃহ বধূর রহস্য জনক মৃত্যু নড়াইলের গোবরায় মৎস্য খামারে বিষ প্রয়োগ ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন দুই বছর যাবত মায়ানমার কারাগারে বন্দী লামার ছেলে আবুল মোছা ইসলামপুরে মোটর সাইকেল সংঘর্ষে এক কিশোরের মৃত্যু আহত ২ সাড়ে ৩ ঘণ্টা পর উত্তরার লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ব্লাড সুগার পরীক্ষা,২৫ লাখ টাকা হজম করলেন আরএমও রানা

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০৫:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩৩৯৩ বার পড়া হয়েছে

মোঃ আল মামুন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে সরকারি কোন প্রকার অনুমোদন ছাড়া ব্লাড সুগার (RBS) পরীক্ষা করা হয়। আর এই পরীক্ষার টাকা গত ৩ বছর ধরে একাই হজম করছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নুরুস শামস। ফলে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে।

হাসপাতালের জরুরী বিভাগের সূত্রে জানা যায়, গত ৪ বছর যাবত ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে ব্লাড সুগার পরীক্ষা করা হয়। কোন প্রকার রশিদ ছাড়াই ব্লাড সুগার (RBS) পরীক্ষা করেন হাসপাতালের জরুরী বিভাগের স্টাফ নার্সরা। রশিদ না দিলেও এই পরীক্ষার জন্যে প্রতি রোগী থেকে নেওয়া হয় ৬০ টাকা করে। প্রতিদিন গড়ে ৭০-৮০টি ব্লাড সুগার (RBS) পরীক্ষা করা হয় ডিজিটাল স্ট্রিপের মাধ্যমে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৪ বছর আগে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ব্লাড সুগার (RBS) পরীক্ষা চালু করেন। এছাড়াও জরুরী বিভাগে ইসিজি করা হয়। যেন ইসিজি ও ব্লাড সুগার (RBS) পরীক্ষার পর রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায়। সে সময় লভাংশের ওই টাকা দিয়ে কিট ক্রয় ও ইমার্জেন্সি অজ্ঞাত বা অসহায় রোগীদের চিকিৎসা জন্য বাকি টাকা খরচ করা হতো। এই সেবা চালুর পর জরুরী বিভাগের অনেক চিকিৎসকে বিভিন্ন জায়গা বদলী ও পদায়ন করা হয়। এই বদলীর পর জরুরী বিভাগের ব্লাড সুগার পরীক্ষার তত্ত্বাবধানের দায়িত্ব নেন হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নূরুস শামস্।

সরকারি হাসপাতালের চিকিৎসক হিসেবে রানা নূরুস শামস গত প্রায় ২৬ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় আছেন।
গত ৩ বছর যাবত ডা. রানা নূরুস শামস্ জরুরী বিভাগের ব্লাড সুগার (RBS) পরীক্ষার টাকা নিজের কাছে জমা রাখেন। তিনি এখন পর্যন্ত ওই টাকার হিসেব হাসপাতালের কাউকে দেননি। এই টাকা কে নিচ্ছে এবং কোথায় জমা হচ্ছে স্বয়ং হাসপাতালের তত্ত্বাবধায়ক তা জানেন না। প্রায়ই ৩ বছর যাবত ওই টাকা আত্মসাৎ করে যাচ্ছে ডা. রানা নূরুস শামস্। প্রতিদিন গড়ে ৮০টি ব্লাড সুগার পরীক্ষায় ৬০টাকা করে মোট ২৪০০টাকা আসে। এক মাসে আয় হয় ৭২ হাজার টাকা। গত ৩ বছরে ডাক্তার রানা নূরুস শামস ২৫ লক্ষ ৯২ হাজার টাকা জরুরী বিভাগের ব্লাড সুগার পরীক্ষার জন্যে নিয়েছেন। যার একটি টাকাও সরকারি কোষাগারে জমা দেননি।

সদর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে সিনিয়র স্টাফ নার্স সাদ্দাম মিয়াকে জিজ্ঞাসা করলে রোগীদের কাছ থেকে ব্লাড সুগার (RBS) টাকা রিসিটের মাধ্যমে নেওয়া হয় কি না? তখন উনি বলেন ডা. রানা স্যার জানেন উনার সাথে কথা বলেন’-এ কথা বলে ফোন কেটে দেন সাদ্দাম মিয়া।

হাসপাতালের হিসাবরক্ষক মুহাম্মদ সালাউদ্দিন বলেন, ইমারজেন্সি বিভাগের হাপাতালের টাকা প্রতি মাসে আমার কাছে জমা হয়। রিসিট ছাড়া কোন টাকা আমার কাছে জমা হয় না।

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রানা নূরুস শামস্ বলেন, এই টাকা অন্য খাতে ব্যবহার করা হয়। উনি জানাতে অপরাগতা প্রকাশ করে ফোন কেটে দেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ইমারর্জেন্সি বিভাগের ব্লাড সুগার (RBS) পরীক্ষার রিসিটের মাধ্যমে নেওয়া হয় কি না জানতে চাইলে উনি বলেন, আমি শুনেছি রোগীদের কাছ থেকে রিসিটের মাধ্যমে টাকা নেওয়া হয় না। আমি জানি হাসপাতালে স্ট্রীপ নেই এ স্ট্রীপ গুলো ডা.রানা দেই এবং স্ট্রীপের টাকা রেখে বাকি টাকাটা হাসপাতালের রাজস্ব তহবিলে জমা দেওয়ার কথা। প্রতি মাসে কত টাকা জমা দিচ্ছে এমন প্রশ্ন করলে? উনি বলেন, আমি তা জানি না accountant (হিসাব রক্ষক) বলতে পারবে। এগুলো বন্ধ করে দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ব্লাড সুগার পরীক্ষা,২৫ লাখ টাকা হজম করলেন আরএমও রানা

আপডেট সময় : ০৫:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩

মোঃ আল মামুন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে সরকারি কোন প্রকার অনুমোদন ছাড়া ব্লাড সুগার (RBS) পরীক্ষা করা হয়। আর এই পরীক্ষার টাকা গত ৩ বছর ধরে একাই হজম করছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নুরুস শামস। ফলে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে।

হাসপাতালের জরুরী বিভাগের সূত্রে জানা যায়, গত ৪ বছর যাবত ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে ব্লাড সুগার পরীক্ষা করা হয়। কোন প্রকার রশিদ ছাড়াই ব্লাড সুগার (RBS) পরীক্ষা করেন হাসপাতালের জরুরী বিভাগের স্টাফ নার্সরা। রশিদ না দিলেও এই পরীক্ষার জন্যে প্রতি রোগী থেকে নেওয়া হয় ৬০ টাকা করে। প্রতিদিন গড়ে ৭০-৮০টি ব্লাড সুগার (RBS) পরীক্ষা করা হয় ডিজিটাল স্ট্রিপের মাধ্যমে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৪ বছর আগে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ব্লাড সুগার (RBS) পরীক্ষা চালু করেন। এছাড়াও জরুরী বিভাগে ইসিজি করা হয়। যেন ইসিজি ও ব্লাড সুগার (RBS) পরীক্ষার পর রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায়। সে সময় লভাংশের ওই টাকা দিয়ে কিট ক্রয় ও ইমার্জেন্সি অজ্ঞাত বা অসহায় রোগীদের চিকিৎসা জন্য বাকি টাকা খরচ করা হতো। এই সেবা চালুর পর জরুরী বিভাগের অনেক চিকিৎসকে বিভিন্ন জায়গা বদলী ও পদায়ন করা হয়। এই বদলীর পর জরুরী বিভাগের ব্লাড সুগার পরীক্ষার তত্ত্বাবধানের দায়িত্ব নেন হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নূরুস শামস্।

সরকারি হাসপাতালের চিকিৎসক হিসেবে রানা নূরুস শামস গত প্রায় ২৬ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় আছেন।
গত ৩ বছর যাবত ডা. রানা নূরুস শামস্ জরুরী বিভাগের ব্লাড সুগার (RBS) পরীক্ষার টাকা নিজের কাছে জমা রাখেন। তিনি এখন পর্যন্ত ওই টাকার হিসেব হাসপাতালের কাউকে দেননি। এই টাকা কে নিচ্ছে এবং কোথায় জমা হচ্ছে স্বয়ং হাসপাতালের তত্ত্বাবধায়ক তা জানেন না। প্রায়ই ৩ বছর যাবত ওই টাকা আত্মসাৎ করে যাচ্ছে ডা. রানা নূরুস শামস্। প্রতিদিন গড়ে ৮০টি ব্লাড সুগার পরীক্ষায় ৬০টাকা করে মোট ২৪০০টাকা আসে। এক মাসে আয় হয় ৭২ হাজার টাকা। গত ৩ বছরে ডাক্তার রানা নূরুস শামস ২৫ লক্ষ ৯২ হাজার টাকা জরুরী বিভাগের ব্লাড সুগার পরীক্ষার জন্যে নিয়েছেন। যার একটি টাকাও সরকারি কোষাগারে জমা দেননি।

সদর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে সিনিয়র স্টাফ নার্স সাদ্দাম মিয়াকে জিজ্ঞাসা করলে রোগীদের কাছ থেকে ব্লাড সুগার (RBS) টাকা রিসিটের মাধ্যমে নেওয়া হয় কি না? তখন উনি বলেন ডা. রানা স্যার জানেন উনার সাথে কথা বলেন’-এ কথা বলে ফোন কেটে দেন সাদ্দাম মিয়া।

হাসপাতালের হিসাবরক্ষক মুহাম্মদ সালাউদ্দিন বলেন, ইমারজেন্সি বিভাগের হাপাতালের টাকা প্রতি মাসে আমার কাছে জমা হয়। রিসিট ছাড়া কোন টাকা আমার কাছে জমা হয় না।

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রানা নূরুস শামস্ বলেন, এই টাকা অন্য খাতে ব্যবহার করা হয়। উনি জানাতে অপরাগতা প্রকাশ করে ফোন কেটে দেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ইমারর্জেন্সি বিভাগের ব্লাড সুগার (RBS) পরীক্ষার রিসিটের মাধ্যমে নেওয়া হয় কি না জানতে চাইলে উনি বলেন, আমি শুনেছি রোগীদের কাছ থেকে রিসিটের মাধ্যমে টাকা নেওয়া হয় না। আমি জানি হাসপাতালে স্ট্রীপ নেই এ স্ট্রীপ গুলো ডা.রানা দেই এবং স্ট্রীপের টাকা রেখে বাকি টাকাটা হাসপাতালের রাজস্ব তহবিলে জমা দেওয়ার কথা। প্রতি মাসে কত টাকা জমা দিচ্ছে এমন প্রশ্ন করলে? উনি বলেন, আমি তা জানি না accountant (হিসাব রক্ষক) বলতে পারবে। এগুলো বন্ধ করে দেওয়া হবে।