দাগনভূঁঞা প্রতিনিধিঃ গত ৬ জানুয়ারি ২৩ ইং রাতে দাগনভূঁঞা থানাধীন মোল্লাঘাটা বাজারস্থ ব্র্যাক এজেন্ট ব্যাংকিংআউটলেট এ ভল্ট ভেঙ্গে টাকা চুরির ঘটনায় এজেন্ট জসিম উদ্দীন (৩৩) বাদী হয়ে অত্র দাগনভূঁঞা থানায় চুরি সংক্রান্তেএজাহার দায়ের করেন।
উক্ত এজাহারের ভিত্তিতে দাগনভূঞা থানার মামলা রুজু হয় ।মামলা হওয়ার পরপরই ফেনী জেলার পুলিশ সুপার জাকিরহাসানের সার্বিক দিক নির্দেশনায় দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম এর সার্বিক তত্তাবধানে সঙ্গীয় এসআইমোঃ রাশেদুল হক ও এসআই মোঃ জুয়েল হোসেন সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একদিনে চোরাইকৃত টাকাসহচোর সক্রের সদস্য ইমাম উদ্দিন শাওন (২২)কে স্বল্প সময়ের মধ্যে সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকালে আসামীর নিকট হতে চুরি হওয়া নগদ ৫২,০০০/- টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে অদ্য ৮জানুয়ারি ২৩ ইং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪