সাম্প্রতিক সময়ে নরসিংদীর মাধবদী থানার দক্ষিণ বিরামপুরে চুরি করতে গিয়ে মালিক চিনে ফেলায় চোর কর্তৃক বাড়ী মালিক মিষ্টি (ব্যবসায়ী ভিকটিম) নির্মল দেবনাথ হত্যার ঘটনার জড়িত আসামী মাসুম বিল্লাকে গ্রেফতার করেছে পিবিআই নরসিংদী জেলা।
আসামী মাসুম বিল্লা একজন পেশাদার চোর এবং চোর চক্রের সক্রিয় সদস্য। গত ০৬ মার্চ ২০২৪ তারিখ দুপুর ১২.৩০ টায় তাকে মাধবদী থানাধীন অজোপাড়াগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ হেডকোয়াটার্র্স, ঢাকার নির্দেশে গত ৩১ ডিসেম্বর ২০২৩ ইং নরসিংদী জেলা,পিবিআই মামলার তদন্তভার গ্রহণ করে।পিবিআই, নরসিংদী জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন মান্নান ও এসআই (নিরস্ত্র) মোঃ ইলিয়াস আলীকে মামলার তদন্তকারী কর্মকতার্ নিয়োগ করে। মামলাটি তদন্তকালীন সময়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিম নির্মল দেবনাথ এর মোবাইল ফোন উদ্ধার চেষ্টা করে।
তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় ভিকটিমের ব্যবহৃত SYMPHONY বাটন মোবাইল ফোনটি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন এলাকায় ব্যবহার হচ্ছে।তাৎক্ষনিক পিবিআই, নরসিংদীর একটি টিম ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গত ১ মার্চ ২০২৪ ইং রাত ৩:১৫ ঘটিকার সময় লাইলী খাতুন এর বাসা হতে SYMPHONY বাটন মোবাইল ফোনটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। মোবাইল ফোনটির বিষয়ে লাইলীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় মাধবদী থানাধীন এলাকায় পাকিজা টেক্সটাইল কোম্পানীতে চাকুরী করার সময় সাকিল নামের একটি ছেলের সাথে তার পরিচয় হয়, সাকিল মোবাইল ফোনটি তাকে উপহার দিয়েছে।
মোবাইল ফোনের সূত্র ধরে সাকিলকে নরসিংদী জেলার পলাশ থানাধীন এলাকা হতে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে, সে রবিন এর নিকট হতে ২৫০/-(দুইশত পঞ্চাশ) টাকায় SYMPHONY বাটন মোবাইল ফোনটি ক্রয় করে লাইলীকে উপহার দিয়েছে। সাকিলকে আটক করার পর রবিনকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজাখুঁজি করলে সে পালাতক হয়। নরসিংদী জেলায় অভিযান পরিচালনা করে রবিনকে মাধবদী থানাধীন প্রত্যন্ত অঞ্চল হতে আটক করে SYMPHONY বাটন মোবাইল ফোনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে রবিন জানায় তার ফুপাতো ভাই মাসুম বিল্লা মোবাইল ফোনটি অনুমান ৩ মাস পূর্বে তাকে বিক্রয় করার জন্য দিয়েছে।
রবিন এর তথ্য অনুযায়ী মাসুম বিল্লাকে গ্রেফতার করার জন্য পিবিআই, নরসিংদী জেলার একটি টিম নরায়নগঞ্জ, গাজীপুর, নরসিংদী জেলার বিভিন্ন থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মাধবদী থানাধীন অজোপাড়াগাঁও হতে আসামী মাসুম বিল্লাকে গত ৬ মার্চ ২০২৪ ইং গ্রেফতার করা হয়।অভিযান পরিচালনা শেষে আসামী মাসুম বিল্লাকে নরসিংদী জেলার, পিবিআই অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সে এই লোমহর্ষক হত্যাকান্ডটি সে একাই ধারালো বটি দিয়ে সংঘটিত করেছে মর্মে বর্ননা দেয়।
দুপুরে পিবিআই হেডকোয়ার্টার্সে পিবিআই নরসিংদী জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন মান্নান সাংবাদিকদের জানান গ্রেফতারকৃত আসামী মাসুম বিল্লা’কে জিজ্ঞাসাবাদে জানায় যে সে বাহির থেকে একটি SYMPHONY বাটন মোবাইল ফোন ও একটি মানিব্যাগ দেখতে পেয়ে জানালা দিয়ে চুরি করে। আসামী মাসুম বিল্লা ঘরের ভিতরে সীড়ির নীচে একটি ধারালো বড় বটি দেখতে পায়। উক্ত বটি দিয়ে তালাবদ্ধ একটি রুমের দরজা আস্তে আস্তে কেটে রুমে প্রবেশ করার চেষ্টা করলে নির্মল দেবনাথ এর ঘুম ভেঙ্গে যায়।
নির্মল দেবনাথ চোরকে দেখতে পেয়ে চোর চোর বলে ডাক চিৎকার দিলে আসামী মাসুম বিল্লা হতভম্ব হয়ে দৌড়াইয়া পালানোর জন্য বাড়ীর মেইন গেটের দিকে যায়। গেট তালাবদ্ধ থাকায় আসামী মাসুম বিল্লা সিড়ি বেয়ে ছাদে ওঠার চেষ্ঠা করলে তাৎক্ষরিক ভিকটিম নির্মল দেবনাথ তার রুমের দরজা খুলে অন্য একটি ধারালো বটি হাতে নিয়ে আসামী মাসুম বিল্লার দিকে এগিয়ে গেলে আসামী মাসুম বিল্লা কৌশলে তার হাত ধরে ফেলে। সেইসময় আসামী মাসুম বিল্লার সাথে নির্মল দেবনাথ এর অনুমান ২০ মিনিট পর্যন্ত ধস্তাধস্তির ঘটনা ঘটে।
তিনি আরো জানান যে ধস্তাধস্তির সময় আসামী মাসুম বিল্লার বাম হাতের উপরে দেয়ালে ঘসালেগে মধ্যমা আংগুলের উপরে ছেলা জখম হয়। ধস্তাধস্তির একপযার্য়ে আসামী মাসুম বিল্লা ভিকটিম নির্মল দেবনাথ এর শয়ণ কক্ষে প্রবেশ করে নির্মল দেবনাথ এর হাতে থাকা ধারালো বটি কেড়ে নিয়ে নির্মল এর শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারী কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করলে রক্তক্ষরণে নির্মল দেবনাথ এর মৃত্যু ঘটে। হত্যাকান্ডের অপরাধ সংঘটনের পর আসামী মাসুম বিল্লা ঘরের ভিতরে টেবিলের উপরে থাকা চাবির ঝোপা দেখতে পায়, উক্ত চাবী দিয়ে বাসার মেইন গেটের তালা খুলে বের হয়ে যায় এবং ভিকটিম নির্মল দেবনাথ এর ব্যবহৃত SYMPHONY বাটন মোবাইল ফোনটি নিয়ে যায়।
পরবতীর্তে ভিকটিম নির্মল দেবনাথ এর ব্যবহৃত চুরি করা SYMPHONY বাটন মোবাইল ফোনটি বিক্রয় করার জন্য রবিনকে দেয়। রবিন ভিকটিম নির্মল এর SYMPHONY বাটন মোবাইল ফোনটি সাকিল এর নিকট ২৫০/-(দুইশত পঞ্চাশ) টাকায় বিক্রয় করে। সাকিল বর্নিত SYMPHONY বাটন মোবাইল ফোনটি ক্রয় করে তার প্রেমিকা লাইলীকে উপহার দেয়।
গ্রেফতারকৃত আসামী মাসুম বিল্লা ৭ মার্চ ২০২৪ ইং বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। হত্যার অপরাধ সংঘটনের কাজে ব্যবহৃত ধারালো বটি যার লম্বা ২১ ইঞ্চি ঘটনাস্থল হতে জব্দ করা হয় ও ভিকটিম নির্মল দেবনাথ এর ব্যবহৃত SYMPHONY বাটন মোবইল ফোনটি ঠাকুরগাঁও হতে জব্দ করা হয়। গত ১৭ নভেম্বর ২০২৩ ধারা-৪৫৭/৩০২/৩৪ পেনাল কোড আইনে হত্যা মামলা দায়ের করে।
তিনি আরো জানান,ভিকটিম নির্মল দেবনাথ (৪৩), পিতা-মৃত শ্রী রঞ্জিত দেবনাথ, সাং-দক্ষিণ বিরামপুর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী পেশায় একজন মিষ্টি ব্যবসায়ী।
গত ১৪ নভেম্বর ২০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ৬.৩০ টায় ভিকটিমের স্ত্রী মনি দেবনাথ ছেলে মেয়েদের সাথে নিয়ে ভাইফোটা অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য মাধবদী হতে তার পিতার বাড়ীতে বেড়াতে যায়। মিষ্টির দোকানের কাজ শেষে নির্মল দেবনাথ রাত্রে বাড়ীতে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন ১৫ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯.৩৫ টায় সময় ভিকটিমের স্ত্রী মনি দেবনাথ ছেলে মেয়েদের সাথে নিয়ে বাড়ীতে এসে মেইন গেট খোলা দেখতে পায়। বাসার ভিতরে প্রবেশ করে দেখতে পায় রুমের ভিতরে থাকা কাপড় চোপড় এলোমেলো ও বিছানার উপর নির্মল দেবনাথ এর ক্ষত বিক্ষত লাশ দেখে ডাক চিৎকার করে, অপরাধীরা নির্মল দেবনাথকে খুন করে তার ব্যবহৃত SYMPHONY বাটন মোবাইল ফোনটি নিয়ে যায়। পরবতীর্তে ভিকটিমের ছেলে দুর্জয় দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মাধবদী থানার মামলা দায়ের করেন যার মামলা নং-৯।
আজ ১০ মার্চ ২০২৪ খ্রিঃ ১২ ঘটিকায় পিবিআই হেডকোয়ার্টার্সে সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পিবিআই নরসিংদী জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন মান্নান। এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (সিআরও এন্ড মিডিয়া) আবু ইউসুফ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোঃ নাসিম মিয়া, পিবিআই হেডকোয়ার্টার্স।