নিজস্ব প্রতিবেদকঃ- সাম্প্রতিক সময়ে রাজধানীর জয়কালি মন্দির এলাকায় হোটেল ওসমানী ইন্ট: এর সামনের রাস্তার মুরগির বাজারে কিছু দুস্কৃতিকারী চাঁদাবাজ মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে।
ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বিকার করলে তাদেরকে মারধর করে দোকান সরানোর হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। সন্ত্রাসী চাঁদাবাজরা একজন ব্যবসায়ীর মোবাইল ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
এক পর্যায়ে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাসহ আশেপাশের দোকানদারা জড় হয়ে প্রতিরোধ করে।জন প্রতিরোধের মুখে সন্ত্রাসী চাদাবাজেরা গাড়ি নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
এসময় স্থানীয় বিএনপি নেতা ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: এমদাদ পাটোয়ারীর সহযোগিতায় ব্যবসায়ীদের লুট হওয়া একটি ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং ব্যাবসায়ীদের হাতে বুঝিয়ে দেওয়া হয়।