মোঃ আরিফুল ইসলাম , বেনাপোল প্রতিনিধি :যশোরের শার্শা উপজেলার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন, উদ্বোধন, ও মা সমাবেশ করেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন মায়েদের উদ্দেশ্য বলেন, শিক্ষিত জাতি ছাড়া কখনো উন্নত রাষ্ট্র কল্পনা করা যায় না। দেশকে উন্নত করতে হলে সবার আগে প্রয়োজন শিক্ষিত জাতি গঠন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল কোমলমতী শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছেন। আত্মবিশ্বাস- আত্মমর্যাদাবোধ একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
বুধবার (১৫ই ফেব্রয়ারী ) সকাল ১০টার সময় শার্শা উপজেলার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙানে বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন,ও মা সমাবেশ অনুষ্ঠিত হয় ।
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শুরু হয় ।
এসময় সাংসদ শেখ আফিল উদ্দিন আরো বলেন, মনে রাখতে হবে, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা আপনার আমার সকলের সহযোগিতা দেশকে উন্নয়নের মহা সড়কে চলমান করেছেন। যা দেখে বিশ্ববাসী অবাক হয়েছেন। তাই, উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে বার বার প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রয়োজন। তাই, আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মার্কা নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশকে উন্নয়নশীল দেশ গড়ার সুযোগ দেওয়ার আহবান ব্যক্ত করেন আফিল উদ্দিন এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী , বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়নের সভাপতি , আলহাজ্ব শামসুর রহমান , বেনাপোল পোর্টথানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভূইয়া ,সদর উপজেলার চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, বেনাপোল ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , আলহাজ্ব বজলুর রহমান ও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক , শেখ সিরাজুল ইসলাম I
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগর সাধারন সম্পাদক , নাসির উদ্দিন , শার্শা উপজেলার যুবলীগের আহ্বায়ক অহিদুজ্জামান, ও শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল নেতৃবিন্দ্ উপস্তিত ছিলেন ।