নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামের বিশিষ্ট সমাজসেবক সেনবাগ উপজেলার পেশাজীবী পরিষদ এর সভাপতি ও এস.এ. গ্রুপ অব কোম্পানীজ এর কো- অডিনেটর হাসান মঞ্জুর এর ছোট ছেলে আজওয়াদ হাসান তাবীব (৮ বছর) এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার ১লা এপ্রিল ২০২৪ইং বাদ আসর মোহাম্মদপুর বিভিন্ন মসজিদ, এতিমখানা, দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং কোরআনখানি এবং নিজ এলাকার ৪টি মসজিদে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া মাহফিলে মরহুমদের আত্মীয়-স্বজনদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হইল।বার্তা প্রেরক,আমির হোসেন (আমির হোসেন বাপ্পী)