বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বিয়েকে কেন্দ্র করে বৃদ্ধাসহ দুই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠেছে। বুধবার (১৬ জুলাই) রাত সোয়া আটটার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন( ২১)।
নিহতরা দুজন সম্পর্কে দাদি শাশুড়ি ও নাতি বউ। এ ঘটনায় বন্যা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি সম্পর্কে নিহত লাইলী বেওয়ার ছেলে বুলবুলের মেয়ে।
নিহতের পরিবার জানায়, বন্যা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্কুলে পড়ার সময় স্থানীয় প্রতিবেশী সোহেলের ছেলে সৈকত নামের এক যুবক প্রায়ই তাকে উত্যক্ত করতো এবং বিয়েও করতে চায়। কিন্তু বন্যার পরিবার বিয়ে দিতে অস্বীকার করে এবং উত্যক্তের প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সৈকত ও আরও ৭ থেকে ৮জন দুর্বৃত্তরা মিলে রাত আটটার দিকে ঘরে ঢুকে লাইলী বেওয়া ও হাবিবাকে গলাকেটে এবং বন্যাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ৷
আহত বন্যার ফুপাতো ভাই মো: খোকন জানান, সৈকত বন্যাকে পছন্দ করে বলে প্রায়ই বিরক্ত করতো। বুধবার সন্ধ্যায় বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকতসহ আরও ৭ থেকে ৮জন ঘরে প্রবেশ করে। তখন বন্যার ভাবী হাবিবা তাদের দেখে গালিগালাজ করে ৷ এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে। পরে লাইলী বেওয়াকেও গলায় ছুরিকাঘাত করা হয়। তখন বন্যা ছুটে আসলে বন্যার পেটে ছুরিকাঘাত করলে তারা পালিয়ে যায়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন। আমরা আসামি ধরতে অভিযান শুরু করেছি। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।
চেয়ারম্যান - আব্দুর রহিম খান ।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ রানা ।
@dhakarbarta24.com