র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র্যাব-১ বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২ এপ্রিল ২০২৩ তারিখ র্যাব-১ উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাইক্রোবাসযোগে বিয়ারের একটি বড় চালান নিয়ে রাজধানীর বনানী হতে উত্তরা দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ২ এপ্রিল ২০২৩ তারিখ ৭.ঘটিকায় ডিএমপি ঢাকা’র বনানী থানাধীন অরুনিমা নামীয় ব্লক-জি, রোাড নং-৯ বাসা নং-১০ এর সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট পরিচালনা বড় মাদক ব্যবসায়ী মোঃ রাকিবুল ইসলাম রুবেল (৩০)ঢাকা’কে গ্রেফতার করে ।
এসময় ধৃত আসামীর নিকট হতে ৭১৫ ক্যান (২৩৫.৯৫ লিটার) বিয়ার, মাদক পরিবহণে ব্যবহৃত ০১ টি মাইক্রোবাস, ০১ টি মোবাইল ফোন এবং ০১ টি সীম কার্ড উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান,নোমান আহমদ
সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) র্যাব-১।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪