নিজস্ব প্রতিবেদকঃ দাগনভূঁঞা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমামের বিশেষ দিক-নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসআই ফরহাদ কালাম সুজন ও সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১০ মার্চ, ২০২৩, রাত ৪ ঘটিকার সময়ে দাগনভূহা থানাধীন ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর সাকিনস্থ কামুভূঞা বাড়ীর আসামী মোঃ ওসমান এর রান্না ঘরের চৌকির নিচ হইতে ১ জন মাদক ব্যবসায়ীকে ২০ বোতল ফেন্ডিডিল ও ৮ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করে দাগনভূঁঞা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী মোঃ ওসমান(৪০) পেশায় একজন মাদকসেবী ও মাদক কারবারী গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা রয়েছে। মাদক উদ্ধার সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত মোঃ ওসমান(৪০) এর বিরুদ্ধে মাদক মামলা রুজু করিয়া অদ্য ১০ মার্চ ২০২৩ইং তারিখ বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।