নিজস্ব প্রতিবেদকঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র্যাব-১ বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ আগস্ট ২০২৩ ইং তারিখ আনুমানিক বিকাল ৩. ঘটিকায় র্যাব-১ উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন বেক্সিমকো রোডস্থ বেপারী বাড়ি এলাকায় কতিপয় লোক অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন বেক্সিমকো রোডস্থ বেপারী বাড়ি এলাকায় চেকপোস্ট স্থাপন করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সবুজ (২৯)মোঃ রাকিব (৩০)মোঃ আকাশ (১৯)মোঃ সাকিব (২৪)গোপী মন্ডল (৩২)মোঃ রুহুল আমিন (২৫), পিতা- আব্দুর রাজ্জাক, জেলা-রাজবাড়ীদের’কে গ্রেফতার করে।
এসময় ধৃত আসামীদের নিকট হতে ৪৪০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ১২ টি মোবাইল ফোন,১ টি এটিএম কার্ড এবং মাদক বিক্রির নগদ ১,৮৪,০০০/- টাকা উদ্ধার করা হয়।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে বিভিন্ন সীমান্ত জেলা হতে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে ফেন্সিডিল সরবরাহ করে আসছে। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল পরিবহন করে ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ধৃত আসামীরা ঝুট ব্যবসায়ী পরিচয়ে বর্তমান ঠিকানায় বাসা ভাড়া নেয় এবং ঝুট ব্যবসায়ের আড়ালে তারা বিভিন্ন স্থানে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল পরিবহন করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।