গাঁজা বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে তেজগাঁও থানার তেজকুনিপাড়ার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। বাদাম বিক্রির আড়ালে এসব গাঁজা বিক্রি করা হয়। বাদামের প্যাকেটের মতো করেই এসব গাঁজা প্যাকেটজাত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আব্দুল আজিজ (২৮), মোঃ সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম (৩০) এবং মোঃ রমজান আলী (৪৫)তন্মধ্যে আজিজ ও জাহেদুল সম্পর্কে চাচা ভাতিজা। এবং রমজান- আজিজ পরস্পর বেয়াই।
গ্রেফতার ৩ জনই তেজগাঁওয়ের চিহ্নিত মাদক বিক্রেতা। তারা মূলত গাঁজা বিক্রি করেন। আজিজের বিরুদ্ধে ২৮ টি, মোঃ রমজানের বিরুদ্ধে ৭ টি এবং জাহেদুলের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। তারা তেজকুনিপাড়ায় একটি ভাড়া বাসায় গোপনে গাঁজার ব্যবসা করতেন। গাঁজা ক্রেতা বিক্রেতার কাছে সেই বাসা 'গাঁজার আড়ৎ' নামে পরিচিত। তারা এখানে গাঁজাকে বাদামের প্যাকেটের মতো করেই এসব প্যাকেটজাত করে রাখেন।
এরপর খুচরা বিক্রেতারা এখান থেকে নিয়ে যান। সাধারণত বাদাম বিক্রির আড়ালেই এসব গাঁজা বিক্রি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ২ কেজি সমমানের ১ হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪