মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী কর্তৃক ১৪২ কেজি গাঁজা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ দুইজনকে আটক করা হয়।
তথ্যসূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহ এর সরকারি পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনি এঁর নেতৃত্বে ২ ডিসেম্বর ২০২৪ ইং ৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন বোকাইনগর ত্রিশাঘর গ্রামস্থ আসামি মোছাঃ আবেদা বেগম এর নিজ দখলীয় বসতবাড়িতে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে ১৪২ কেজি গাঁজা ও একটি মোবাইল সেটসহ একই গ্রামের দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে উক্ত গাঁজা ব্যবসার তত্ত্বাবধানকারী ৩নং আসামী মোছাঃ আবেদা বেগম (৫৫) এবং মূলহোতা ৪নং আসামী মোঃ বাবুল মিয়া (৩৩) এর সংশ্লিষ্টতা পাওয়া যায়। কিন্তু ঘটনার সময় ৩ ও ৪ নং আসামী উপস্থিত না থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদেরকে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে অতিদ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হবে। মূলহোতা ৪নং আসামী মোঃ বাবুল মিয়া (৩৩) এর বিরূদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহ এর সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনি বাদী হয়ে গৌরীপুর থানায় এজাহার দাখিল করেন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪