রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আরমান হোসেন রনি ও মোঃ জুয়েল ওরফে রবিন। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চলের রসূলবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এসি আরিফ রাইয়ান সাংবাদিকদের জানান, তেজগাঁও শিল্পাঞ্চলের রসূলবাগ এলাকার একটি বাসায় দুইজন লোক মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।