পবিত্র মাহে রমজানে রাজধানীর অন্যতম আবাসিক এলাকার রামপুরা বনশ্রী এলাকা ।উক্ত এলাকার আশপাশের সড়কের জনদূর্ভোগ কমিয়ে আনতে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রতিনিয়ত কাজ করেছেন রামপুরা থানা পুলিশ।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এর নির্দেশ ক্রমে রমজানের শুরু থেকে ট্রাফিক পুলিশের পাশাপাশি রামপুরা থানা পুলিশ ও যানজট নিরসনে কাজ করছেন প্রতিনিয়ত।
জনদূর্ভোগ কমিয়ে আনতে ফুটপাত ও সড়কে অবৈধভাবে বসা দোকানগুলো উচ্ছেদ অভিযান ও করছেন প্রতিনিয়ত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মশিউর রহমান(পিপিএম-বার) এর কাছে জানতে চাইলে তিনি বলেন,পবিত্র রমজানে কর্মব্যস্ত মানুষের নির্বিঘ্নে ঘরে পৌঁছাতে শহরটাকে যানজট ও হকার মুক্ত করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ।
তিনি আরো বলেন কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর।
ঈদকে সামনে রেখে রাজধানীতে সক্রিয় হয়ে পড়েছে ছিনতাই ও চোর চক্র।চক্রটি সুযোগের সন্ধানী অনেকসময় বাসা বাড়ি খালি রেখে সম্মানীত নাগরিকগন মার্কেটিং করার উদ্দ্যোগ বাহির যান,সেই সুযোগে চোরচক্রের সদস্যরা বাসা বাড়িতে ঢুকে চুরি করেন ।তাই সম্মানীত নাগরিকদের উদ্দেশ্যে আমার মেসেজ থাকবে আপনার নিজে সচেতন হোন, বাসা বাড়ি খালি রেখে বাহিরে না যাওয়ার আহ্বান ও জানান তিনি।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪