মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ রাজধানীর শাহজাহানপুর এলাকার একটি বাসায় তালা কেটে চুরির ঘটনায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- শাহাদাৎ হোসেন (৩২), ইয়াসিন (২৪) ও স্বর্ণ ব্যবসায়ী রতন চন্দ্র ধর (৪৮)।
বাসায় তালা কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় শনিবার (১৯ অক্টোবর ২০২৪ খ্রি.) বাদী জুবায়ের হোসেন অলক এর অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির শাহজাহানপুর থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু হয়। মামলার সূত্রে জানা যায়, বাদী জুবায়ের হোসেন অলক ও তার স্ত্রী দুজনেই চাকুরীজীবী।
তারা শাহজাহানপুর এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। প্রতিদিনের ন্যায় তারা গত ১৯ অক্টোবর সকাল ১০ টায় বাসায় তালা দিয়ে কর্মস্থলে যান। বেলা আনুমানিক ১২:৪০ টায় পাশের বাসার ভাড়াটিয়া বাদীর স্ত্রীকে ফোন করে জানান, তাদের বাসার দরজা খোলা। বেলা ০১:১০ টায় বাদী ও তার স্ত্রী বাসায় এসে দেখেন, বাসার তালা কাটা ও দরজা খোলা। বাসার ভেতরে ঢুকে দেখা যায় আলমারির ড্রয়ারে থাকা বাদীর স্ত্রীর ব্যবহৃত আট আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল, চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও মাটির ব্যাংকে থাকা আনুমানিক ১১ হাজার টাকা নেই।
থানা সূত্র জানায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনার জড়িতদের শনাক্ত করা হয়।
পরবর্তীতে গত ২০ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত ৯:৫০ টায় শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত শাহাদাৎ হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া একটি স্বর্ণের চেইন। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী ইয়াসিনকে ও চোরাই স্বর্ণ কেনার অভিযোগে মৌচাক মার্কেটের স্বর্ণ ব্যবসায়ী রতন চন্দ্র ধরকে গ্রেফতার করা হয়। রতন চন্দ্র ধরের হেফাজত থেকে উদ্ধার করা হয় ওই বাসা থেকে চুরি হওয়া একজোড়া স্বর্ণের কানের দুল।
শাহজানপুর থানা পুলিশ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার ও দুই জন আসামি গ্রেফতার করে।এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। ও আরেক অভিযানে একটি পরিত্যক্ত ওয়ান শুটার পিস্তল উদ্ধার করে শাহজানপুর থানা পুলিশ। অজ্ঞাতনামা চুরি মামলার একজন চোর গ্রেফতার ও চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার করে।মামলার সুষ্ঠু তদন্ত এবং চুরির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪