জসিম উদ্দিনঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
সাম্প্রতিক সময়ে মোসাঃ মুন্নি আক্তার একটি জুতার শোরুমে কাজ করার সময় জনৈক মিরাজ (২২) নামে একজনের সাথে প্রেমের সম্পর্ক তৈরী হয় । তাদের প্রেম বিষয়কে কেন্দ্র করে প্রায় সময় ঝগড়া হতো এবং মিরাজ এর সাথে ঝগড়ার কারণে মিরাজ এর সাথে সম্পর্ক না রাখার জন্য গত ২২ ফেব্রুয়ারি ২০২৪ ইং সকালে মোসাঃ মুন্নি আক্তার এর হোয়াটস আপে সানি (২১) বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে একটি ম্যাসেজ প্রেরণ করেন। মাহাদী (২২) মোসাঃ মুন্নি আক্তারকে বলে যে,সানির সাথে গত ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে হোয়াটসআপের ম্যাসেজের ব্যাপারে মিমাংসা করে দিবে বলে খিলক্ষেত আসতে বলে। মাহাদীর কথা মতে মোসাঃ মুন্নি আক্তার একই দিন বিকাল ৫ ঘটিকায় খিলক্ষেত আসে। খিলক্ষেত একটি হোটেলে নাস্তার করার পর খিলক্ষেত থানাধীন রাজউক মার্কেটের সামনে আসে।
রাজউক মার্কেটের সামনে আসার পর সেখানে উপস্থিত তানভীর (২২) ও গালিফ (২২) উভয়ে মাহাদীকে বলে যে তোর দায়িত্ব ছিল মুন্নিকে এখানে আনার জন্য তোর কাজ শেষ তুই এখন চলে যা এবং মাহাদী সেখান থেকে চলে গেলে তানভীর ও গালিফ উভয়ে ভয়ভীতি দেখিয়ে মোসাঃ মুন্নি আক্তারকে জোরপূর্বক একটি রিক্সায় করে অপহরণপূর্বক তানভীরের বাসা নং-খ-১১/১, টনপাড়া, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান হাফিজ এর বাড়ির ৫ম তলার বাড়ীর ছাদে নিয়ে তানভীর ও গালিফ জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার জন্য জোর জবরদস্তী করে। তানভীর ও গালিফ পরবর্তীতে উক্ত বাড়ীর ৫ম তলায় একটি রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে এবং মোসাঃ মুন্নি আক্তার কৌশলে তাদের হাত থেকে পালিয়ে তার বোনের বাসায় আশ্রয় নেয়।
এরই ধারাবাহিকতায় গত ৬ এপ্রিল ২৪ ইং তারিখ আনুমানিক ৩ ঘটিকার সময় র্যাব-১ এর ১টি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, তদন্তাধীন গনধর্ষন মামলার এজাহারভূক্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার মাহাদি (২২) কে বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ৬ এপ্রিল ২৪ ইং আনুমানিক ৩ঃ৩০ ঘটিকার সময় উপরোক্ত আসামী’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামী’কে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ও ঠিকানা সঠিক প্রকাশ করা সহ ঘটনার সত্যতা প্রকাশ করে। সে গ্রেফতার এড়ানোর জন্য ডিএমপি ঢাকার বিভিন্ন থানা এলাকায় আত্নগোপন করিয়াছিল।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।