বিনোদন প্রতিবেদকঃগত ২০ ডিসেম্বর বুধবার সন্ধ্যা পর্দা নামলো ত্রিদেশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৩’ এর ৭ম চলচ্চিত্র উৎসব। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিজন শংকর সাঁওজাল ও চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত) বিশেষ অতিথি ছিলেন। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রেয় মিলনায়তনে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে যারা ছিলেন কথাসাহিত্যিক, নাট্যকার, গীতিকার বাজীব মণি দাস।
দেশ ও দেশের বাহির থেকে ১২০টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শীত ১০টি চলচ্চিত্রের মধ্যে ৭ ক্যাটাগরিতে ১০ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়। উৎসবে সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার জিতে নিয়েছে সুজন বড়ুয়া (চলচ্চিত্র “বান্ধব”)
উক্ত অনুষ্ঠানে সাংবাদিকতার অবদান স্বরূপ মো: জাহিদুল ইসলাম (দ্য ডেইল যান), রুহুল আমিন ভূঁইয়া (নিউজ জি২৪ ডট কম) ও লাজু আহমেদ (দৈনিক আমার বাংলা) সম্মাননা প্রদান করা হয়।