বাগেরহাট প্রতিনিধি:- বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ১৫ কেজি গাঁজা সহ ফাতেমা খাতুন (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার ৬ই এপ্রিল ভোর রাতে দিগরাজ বাজারের কাপালীর মেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর স্বপন রায়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৫ (পনের) কেজি গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে সক্ষম হন।
বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর স্বপন রায়ের বলেন, দিগরাজ বাজারের কাপলি মাঠ এলাকায় বিল্লাল হক এবং তার স্ত্রী ফাতেমা বেগম বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য তাদের রান্না ঘরের ভিতর লুকিয়ে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে জৈনক বিল্লাহ হক পলিয়ে গেলে তার স্ত্রী ফাতেমা খাতুন সহ ১৫ (পনের) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
আটককৃত ১৫ কেজি গাঁজা ও ধৃতআসামি ফাতেমা খাতুন এবং তার স্বামী পলাতক জৈনক বিল্লাহ হকের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করেছি।