বাগেরহাট প্রতিনিধিঃ-বাগেরহাটে প্রবীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক খুলনা জোনের বাগেরহাট এরিয়ার বাগেরহাটে “প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি” এর আওতায় প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাগেরহাট সদর উপজেলার ৫টি ইউনিয়ন ( গোটাপাড়া, কাড়াপাড়া, বিষ্ণুপুর, ষাটগম্বুজ ও বেমরতা) এর প্রবীণ কল্যান সমিতির সদস্যদের মাঝে ২০০( দুইশত) টি শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন । বিষ্ণুপুর ইউনিয়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মহব্বত হোসেনের সভাপতিত্বে ও রিকের বাগেরহাট এরিয়া ম্যানেজার মোঃ ইনছান আলী পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র (কম্বল )বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের খুলনা জোনের জোনাল ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম খান ,নবাগত জোনাল ম্যানেজার মোঃ রিয়াজুল ইসলাম ,জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, কবি ও প্রবীণ সংগঠনের সদস্য শেখ ইকবাল হোসেন লাভলু। এছাড়াও উপস্থিত ছিলেন ৫টি ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারী সহ ২০০ জন প্রবীণ ব্যাক্তি বৃন্দ।
সংবাদ শিরোনাম ::
জনপ্রিয় সংবাদ