বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাট জেলা শহরের বহুমুখী কলেজিয়েট স্কুলে কৈশোর বান্ধব স্কুল ক্যাম্পেইন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থ্যা ব্র্যাকের রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের আওতায় রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসুচী পালন করা হয়।কর্মসুচীর মধ্যে ছিল মেয়েদের দড়ি লাফ, ছেলেদের ভলিবল ছাড়াও কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতা করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম ছাইদুর রহমান। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ শেখের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত ক্যাম্পেইন আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার আরএইচ আর এন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান, সেলপ এর জেলা ম্যানেজার পলাশ হালদার, প্রকল্পের জেলা ইয়ুথ মবিলাইজার রহিমা খাতুন প্রমুখ। এ ছাড়া ইয়ুথ লিডার, অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রী বৃন্দ এ ক্যাম্পেইনে অংশ নেন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪