বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে আরো এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) সকালে গাড়ফা এলাকার নিজ বাড়ির শোবার ঘর থেকে পরিবারের সদস্যরা সুজনের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। নিহত সুজন মোল্লাহাট উপজেলার গাড়ফা এলাকার মিঠু শিকদারের ছেলে। সে মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী এস এম আশরাফুল আলম জানান, মোল্লাহাট থানা পুলিশ নিহত সুজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪