রাজশাহী প্রতিনিধি:- নৌকার প্রার্থী মানেই শেখ হাসিনা; নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়, নৌকাকে বিজয়ী করতেই হবে, উন্নয়ন চাইলে এর বিকল্প নেই। বাগমারায় এবার নৌকার বিজয় নিশ্চিত।সরকার গত ১৫ বছরে দেশে উল্লেখযোগ্য পরিবর্তনসহ যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষাখাতে সরকারের অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে।
আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী -৪ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
আর এ নির্বাচনে বিজয় মানেই শেখ হাসিনার বিজয়।
৪ ডিসেম্বর (সোমবার) একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের নৌকার মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ সময় তিনি আরো বলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে। অপেক্ষমাণ রাখা হয়েছে- এনপিপি প্রার্থী জিন্নাতুন ইসলাম জিন্নাহ, বিএনএফ প্রার্থী মতিউর রহমান ও জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রামাণিকের মনোনয়নপত্র। এ আসনের বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক (বর্তমান এমপি), বিএনএম প্রার্থী সাইফুল ইসলাম রায়হান।
বাগমারাবাসী এবারের নির্বাচনে তরুণ প্রজন্মের আইকনিক এমপি চায়। বাগমারার তৃণমূল আ'লীগ এবার একজোটে নৌকার পক্ষে কাজ করছেন। বাগমারাবাসী তাঁদের ভাগ্য পরিবর্তনে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করছেন। ইতোমধ্যে এলাকায় ব্যপক সাড়া ফেলেছেন জনপ্রিয় ছাত্রনেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।
একান্ত সাক্ষাৎকারে আবুল কালাম আজাদ বলেন, বাগমারাবাসী আর লজ্জিত হতে চায় না। তাঁরা সরকারের উন্নয়নের সফর সঙ্গী হতে এবার একযোগে নৌকার পক্ষে কাজ করছেন। কোনো অপশক্তি নৌকার জয় ঠেকাতে পারবে না। গুটিকয়েক এন্টি আ'লীগ আর জামায়াত-বিএনপির শক্তি নিয়ে একটি চক্র মাঠে কাজ করছে। তাতে নৌকার জয় ঠেকানো যাবে না। বাগমারাবাসী জেনে গেছে নৌকা মানে উন্নয়ন, নৌকা মানে পরিবর্তন। গত ২৬ নভেম্বর বাগমারায় নৌকার মাঝি পরিবর্তন হয়েছে। এ পরিবর্তন বাগমারাবাসী সানন্দে গ্রহণ করেছেন। বাগমারাবাসী দীর্ঘদিন ধরে তৃণমূল আ'লীগের ব্যানারে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম। এবার সেখান থেকে চারজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এর মধ্যে বিচক্ষণ মনোনয়ন বোর্ড আমাকে নির্বাচিত করে নৌকার মাঝি করেছেন। এতে বাগমারা তৃণমূল আ'লীগ আমাকে আনন্দ উচ্ছাসের মাধ্যমে গ্রহণ করেছেন। ইতোমধ্যে ৯০ ভাগ আ'লীগ আমাদের পক্ষে কাজ শুরু করেছে। বাকীরাও আস্তে আস্তে আসা শুরু করছে। এবার বাগমারায় নৌকা বিজয় কেউ ঠেকাতে পারবে না। বাগমারা থেকে নৌকা উপহার দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪