মোঃ বশির আহাম্মেদ :- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের কাফিলা গ্রামের মরহুম আতাহার মুন্সী'র পুত্র হান্নান মুন্সী'র বসত ঘরে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা দেখে ফেলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন হান্নান মুন্সী'র মা রওশন আরা (৬৩)
হান্নান মুন্সী জানান বাংলাবাজার সংলগ্ন কাফিলা গ্রামে আমাদের মুন্সী বাড়ি। এই বাড়িতে ৬টি ঘর রয়েছে। আমার ঘরে গতকাল ০২ মে বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ০১ টার দিকে কে বা কাহারা ষড়যন্ত্রমূলকভাবে আগুন দিয়ে পালিয়ে যায় ।পাশের বাড়ির মারুফ (১৭) রাতে প্রকৃতির ডাকে সারা দিতে বাহিরে নামলে আমাদের ঘরে আগুন দেখতে পায় সাথে সাথে ওর বোন এবং মামাতো ভাই কে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে এবং সবাইকে উঠায়,ও ডাক চিৎকার দেয় এতে স্থানীয়রা ছুটে এসে পাশের পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।
আমার মা বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি একাই ঘরে থাকেন, চাকরির সুবাদে আমি স্ত্রী সন্তান নিয়ে ক্যান্টনমেন্টে থাকি।
পাশের বাড়ির মারুফ না দেখলে হয়তো আমার মা আগুনে পুড়ে মারা যেত। আমার ঘরে ষড়যন্ত্রমূলক ভাবে আগুন লাগানো ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে ।
এ বিষয়ে নিয়ামতি ইউনিয়নের বিড অফিসার এস আই মিজান ও এএসআই আবুল বাশার জানান ঘটনাটি মৌখিকভাবে শুনেছেন তবে কোন অভিযোগ পাননি।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসেন জানান আগুন লাগার বিষয়টি শুনেছি তবে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪