বাকেরগঞ্জ প্রতিনিধি:- বরিশালের বাকেরগঞ্জে এক পরিবহন মালিকের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে। ঢাকা-বরিশাল, বাকেরগঞ্জ, পেয়ারপুর, ডিসি রোডে যাত্রীদের চলাচলের জন্য মুলাদী পরিবহন নামে একটি বাস গত ২৬ মার্চ উদ্বোধন হয়। পরিবহনটি উদ্বোধনের আগে থেকেই ২ লাখ টাকা চাঁদা করেন গারুড়িয়া ইউনিয়নের জাহিদুল ইসলাম। পরিবহনটির মালিক পৌর সভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নিয়ামুল ইসলাম সাদ্দাম।
চাঁদাবাজী ঘটনায় পরিবহন মালিক নিয়ামুল ইসলাম জানান, বরিশাল চর কাউয়া টু বাকেরগঞ্জ ডিসি রোড পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বলেন এই রোডে গাড়ি চালাতে হলে তাকে ২ লাখ টাকা চাঁদা দিতে হবে। তা না হলে এই রোডে গাড়ি চালাতে দেয়া হবে না। দীর্ঘদিন ধরে আমাকে এভাবে চাঁদার দাবীতে চাপ দিতে থাকলে আমি নিরুপায় হয়ে জাহিদ ও তাঁর লোকজনকে গত ২৫ মার্চ বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের এলএফজি রেস্টুরেন্টে বসার জন্য অনুরোধ করি। এসময় জাহিদ বলে ওই রোডে গাড়ি চালাতে হলে আমাদেরকে ২ লাখ টাকা দিতেই হবে। পরে আমি ২৭ মার্চ গারুড়িয়ার ইউনিয়নের ডিঙ্গার হাট বাজারের দুইটি দোকান থেকে জাহিদের বিকাশ নাম্বারে ২০ হাজার পাঠিয়ে দেই।
এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত জাহিদুল ইসলামের মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।