নিজস্ব প্রতিবেদক:- বাকেরগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ ৭ আগস্ট বুধবার সকাল ১০টায় উপজেলার চৌমাথা এলাকার সানমুন হোটেল এ- রেস্টুরেন্টের সভাকক্ষে জরুরি তলবী সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে দৈনিক নয়াদিগন্তের আতাউর রহমান রোমান কে সভাপতি এবং জাতীয় দৈনিক আজকালের কণ্ঠের ইমরান হোসেন খান সালাম কে সাধারণ সম্মাদক করা হয়েছে।
সভায় আগামীকাল ৮ আগস্ট বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
উক্ত তলবী সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক ও দ্য নিউ ন্যাশনের বাকেরগঞ্জ প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা।
দৈনিক যুগান্তর ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি জুয়েল তালুকদারের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মহাকাল সম্পাদক আহমেদ কাওছার ক্ষৌণিশ, দৈনিক দক্ষিণবঙ্গ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, দৈনিক দক্ষিণের কাগজ সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি দানিসুর রহমান লিমন, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জিয়াউল হক আকন, দৈনিক বরিশাল প্রতিদিন প্রতিনিধি ও স্বচ্ছ টিভির সত্ত্বাধিকারী জাকির জমাদ্দার, মাইটিভির মোঃ মিজানুর রহমান, বাংলা টেলিভিশনের এসএম পলাশ, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ শামিম আহমেদ, মোহনা টেলিভিশনের শাখাওয়াত হোসেন, দৈনিক নয়াশতাব্দির মাসুদ সিকদার, ভোরের কাগজ প্রতিনিধি মোঃ মোহসীন মোল্লা প্রমুখ সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।