মো:সাদ্দাম হোসেন নিজস্ব সংবাদদাতা :- বরিশালের বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩ যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭ মে (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রাম গ্রামে। আহতরা হলো ফয়সাল আহম্মেদ রাজু (২৮),আরিফ (৩০) ও ফাহিম আকন (২৮)
আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে আরিফের অবস্থা আশংকাজনক বলে বাকেরগঞ্জ হাসপাতাল সূত্রে জানা গেছে। আহত ফাহিম আকন প্রতিবেদককে বলেন, আজ সন্ধ্যায় আমরা বালিগ্রাম স্কুল মাঠে গেলে বালিগ্রামের লুৎফর মোল্লা,তার ছেলে সাজ্জাদ,তার ভাই নিজাম, ভাইপো সিহাব ও একই এলাকার হ্রদয়,উজ্জ্বল সহ কয়েকজন আমাদের ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে।পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে আসে।
বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ মোস্তফা জানান, বালিগ্রামে একটি মারামারির ঘটনা শুনে ওখানে পুলিশ পাঠানো হয়েছে, এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সহকারে ব্যবস্থা নেওয়া হবে।