জাহিদুল ইসলাম :- বাকেরগঞ্জে নব নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ( পূর্বতন হেলিপ্যাড) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) খেলা অদ্য ১০ই জুলাই বুধবার শুভ উদ্বোধন করা হয়।
আয়োজিত টুর্ণামেন্টে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা থেকে একটি করে মোট ১৫ টি দল নক আউট ভিত্তিতে অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলা বিকেল ৪ টা ঘটিকায় প্রথম ম্যাচে ভরপাশা ইউনিয়ন টিম বনাম কলসকাঠি ইউনিয়ন টিম মুখোমুখি হয়। এর আগে ৩টা ঘটিকায় ফুটবল টুর্ণামেন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে খেলা শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বরিশাল ৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল অবঃ আব্দুল হাফিজ মল্লিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি),,, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল সালাম মল্লিক, থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান, সাবেক পৌর কাউন্সিলর মহিলা নেত্রী সাহানাজ পারভীন রানী, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, দুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোরশেদ উজ্জ্বল, ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন, কলসকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সাল অহিদ মুন্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা ক্রিয়া সংগঠনের সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা ইমাম হোসেন সিকদার, হেমায়েত হোসেন সহ উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক গন্যমান্য অতিথি ও সাধারণ মানুষ, উদ্বোধনী ম্যাচে আজকের স্টেডিয়ামে খেলা উপভোগ করেন। খেলায় ভরপাশা ইউনিয়ন ও কলসকাঠি ইউনিয়ন অংশ নেন এতে ভরপাশা ইউনিয়ন তিন গোলে জয়লাভ করেন। খেলায় ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত দায়িত্ব পালন করেন রত্না আমিন মহিলা কলেজের অধ্যপক বিপ্লব মিত্র, সার্বিক তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করেন পৌর সভার ৮ নং ওয়ার্ড কাউন্সিল জগদীশ চন্দ্র মিত্র।