জাহিদুল ইসলাম:- বাকেরগঞ্জের কৃতি সন্তান ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলম সিকদার আজাদ ও সহ-সম্পাদক মোঃ জুয়েল মল্লিকের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ফ্রেব্রুয়ারি) বিকেল ৪ টায় বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বন্ধু মহলের উদ্যোগে এ সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা কৃষকলীগের সহ-সভাপতি কুদ্দুসুর রহমান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. নাছির উদ্দিন মাঝি, এএসএম জুলফিকার হায়দার, রঙ্গশ্রী ইপি চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন সিকদার, ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মনির মুন্সী, হারুন হাওলাদার, বাদল সিকদার, মোতালেব মাস্টার, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন সিকদার, হেমায়েত হোসেন হিমু, কামরুজ্জামান চুন্নু প্রমূখ।