জাহিদুল ইসলাম :- বরিশালের বাকেরগঞ্জে আফসার-খায়রুন ইসলামী পাঠাগার ও নৈতিক শিক্ষালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ মে) বিকেল ৫ টায় উপজেলার বাবলাতলা মীম-জীম ভিলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আকন্দ মোঃ গোলাম মোস্তফা হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক ও আফসার-খায়রুন ইসলামী পাঠাগার ও নৈতিক শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক আঃ রব আকন, সংগতি সমাজ কল্যান সংস্থার পরিচালক বশির আহম্মেদ হাওলাদার, খালিয়াজুড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক কামরুল আহম্মেদ, পশ্চিম বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনসার আলী তালুকদার, টেকসই উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুস সালাম হাওলাদার, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরচালক মোঃ জাকির হোসেন মহিন ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার গোলাম মোরশেদ আকন্দ, আইটি অফিসার মোঃ ইব্রাহিম খান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক দক্ষিণবঙ্গের জাকির খান, বোয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আঃ হাই, রাজা হাওলাদার প্রমূখ।
অনুষ্ঠানে ১৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও আফছার-খায়রুন ইসলামী পাঠাগারের স্থায়ী ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উল্লেখ্য আফছার-খায়রুন পাঠাগার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম ইতিপূর্বে পাঠাগারের উদ্যোগে নিয়মিত জামাতে নামাজ আদায়কারী ১০ জন মুসল্লিকে উপহার ও নগদ অর্থ সহায়তা, পিতা মাতার বাধ্যগত ১০ জন সন্তানকে উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান, শ্বশুর শ্বাশুড়ির সেবা দেওয়া শ্রেষ্ঠ ১০ জন পুত্রবধুর জন্য উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান, শুদ্ধ রুপে কোরআন তেলাওয়তকারী ১০ শিক্ষার্থীকে উপহার ও অর্থ সহায়তা প্রদানসহ স্থানীয় হতদরিদ্র পরিবারের সদস্যদের বিভিন্নভাবে সহায়তা করে আসছেন। শিক্ষা সহায়তা প্রদান শেষে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সকলের কল্যান কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।