রিপোর্ট অলিউল্লাহ খান:- বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে জিরাইল আজিজ হাওলাদার ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আগামী ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ০৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার জিরাইল আজিজিয়া ফাযিল মাদ্রাসায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে। সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ। এর মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত। রোগের উপসর্গসমূহ— মেডিসিন, সার্জারী, গাইনী, শিশু, কিডনি,স্ট্রোক, বাত ব্যথা ডায়বেটিস, গ্যস্ট্রোলিভার, আউটডোর সেবা স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়া, দীর্ঘ মেয়াদি জ্বর, গায়ের বিভিন্ন স্থানে র্যাশ, চুল পড়ে যাওয়া, ওজন হ্রাস পাওয়া, অস্বাভাবিক ক্লান্তি অনুভব করা ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পটি পরিচালনা করবেন ডাঃ হাফিজুর রহমান কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল এবং ডা. মুশতাক আহমেদ এম বি বি এস সি,এম.ইউ (আল্টা) মেডিসিন ও শিশু রোগ অভিজ্ঞ। রোগীদের সিরিয়াল এর জন্য যোগাযোগ করুন মাওলানা রুহুল আমিন মোবাইল নাম্বার- ০১৭১৭-৪৬০৩৩৬