বাকেরগঞ্জ(বরিশাল)সংবাদদাতা
দূর্ণীতি,দলীয়করণ ও অর্থ আত্মসাতের অভিযোগে বাদল পাড়া মাধ্যমিক বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমানের অপসারণের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছে স্কুল এ্যান্ড কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সাধারণ জনতা
১ সেপ্টেম্বর,২৪ রবিবার বেলা ১১ টায় স্কুল এ্যান্ড কলেজ চত্বরে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষুব্ধরা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোসাদ্দেক হোসেন বলেন,প্রশাসনিক ও যথাযথ নিয়মে তাকে বরখাস্ত করার পরেও তিনি কলেজে এসে বিভিন্ন ভাবে দায়িত্ব নেয়ার চেষ্টা করেন।
বাংলা প্রভাষক আরিফুর রহমান বলেন,অধ্যক্ষ মুজিবুর রহমান স্বেচ্ছাচারিতার চরম পর্যায় পৌছে গেছে যার ফলশ্রুতিতে এ আন্দোলন।
স্থানীয় মহিউদ্দিন খান পনির বলেন,অধ্যক্ষের ব্যাপক দূর্ণীতি অনিয়মের ফলে ঐতিহ্যবাহী এ স্কুল এ্যান্ড কলেজের সার্বিক ব্যবস্থাপণা ভেঙ্গে পড়েছে।
অভিভাবক আল আমিন হাওলাদার বলেন,আমাদের একটাই দাবি নিয়ম ভেঙ্গে তিনি যেন এ কলেজে অনুপ্রবেশ করতে না পারেন।
শিক্ষার্থীদের মধ্যে এইচএসসি ২য় বর্ষের সুমাইয়া আক্তার সহ অনেকে জানান,দলীয় প্রভাব খাটিয়ে কলেজের তহবিল থেকে অর্থ আত্মসাৎ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগে ওই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কলেজ চত্বরে আমরা অবস্থান নিয়েছি।
বাকেরগঞ্জ অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি চলাকালে বাকেরগঞ্জ থানা পুলিশও সেনাবাহিনীর একটি যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায় নিয়ে এসেছে।
কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান,বেসরকারি নীতিমালা অনুযায়ী একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত শিক্ষা বোর্ড নিবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪