রিপোর্ট অলিউল্লাহ:: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে সাহেবপুরে শুক্রবার রাতে একটি পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালংকার নগদ টাকা সহ মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
গারুড়িয়া ইউনিয়নে সাহেবপুর গ্রামে সোবহান খান এর ঘরে এই ঘটনা ঘটে। ওই পরিবারের সোবহান খান এর ছেলে শামিম খান এর ০৭ মাসের শিশু সামিহা নওরিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী শামিম খান মুঠোফোনে বলেন, পরিবারের সকল সদস্য প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন, আমার মা সাহিদা বেগম রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু করতে বের হয় এই ফাকে পিছনের দরজা খোলা পেয়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে পরিবারের সকলকে অজ্ঞান করে করে নগদ টাকা আলমারি ও শোকেস ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল দূর্বৃত্তরা নিয়ে যায়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: শফিকুল ইসলাম বলেন, চুরি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪