নিজস্ব সংবাদদাতা:- বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ইউনিয়নের চালতাতলা বাজারে সরকারি টল ঘরসহ বাকেরগঞ্জ বরগুনা আঞ্চলিক সড়কের পাশে সরকারি খাল দখল দিয়ে দীর্ঘদিন ধরে ভবন নির্মাণ করে আসছে।
নিয়ামতির চামটা গ্রামের সোহরাফ হাওলাদার অভিযোগ করে বলেন, চেয়ারম্যান হুমায়ুন কবির রাতের আঁধারে বাজারের টল ঘরসহ আমাদের রেকর্ডীয় সম্পত্তিসহ সরকারি খাল দখল করে ভবন নির্মাণ করছে। আমাদের রেকর্ড কৃত সম্পত্তি নিয়ামতি মৌজার যার দাগ নং -৩৩,৩৫, খতিয়ান -১৭৫।
স্থানীয়রা জানান, চেয়ারম্যান হুমায়ুন কবির তার লোকজন নিয়ে সরকারি টল ঘরসহ সরকারি খাল স্থানীয় সোহরাফ হাওলাদারের জমি দখল দিয়ে ছাদ ঢালাই দিয়ে ভবন নির্মাণ করছে। চেয়ারম্যানের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারছেন না ভুক্তভোগীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে একটি লিখিত অভিযোগ আসছে। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪