নজরুল ইসলাম আলীম:- বাকেরগঞ্জ উপজেলার ৭ নং কবাই ইউনিয়নটি একটি বর্ণা কবলিত ও নদীবেষ্টিত এলাকা।এখানে স্মরণকালের ইতিহাসের ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেলেও স্থানীয় সাবেক মতি মেম্বর,স্থানীয় একটি প্রভাবশালী মহল ও থানা পুলিশের সহযোগিতায় কবাই ইউনিয়নের চড় কবাই নামক স্থানে চলছে বিরামহীন যাত্রার নামে নগ্ন নৃত্য,বিভিন্ন প্রকারের যুব ও মাদকের আসর।
নাম প্রকাশ করার না শর্তে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করে জানান,প্রতিদিন সন্ধা ঘনিয়ে আসলেই বিভিন্ন এলাকা থেকে ছুটে চলে আসেন বিভিন্ন প্রকারের জুয়ার উৎসাহ ও মাদক বিক্রেত এবং শুরু হয় যাত্রাপালার নামে নগ্ন নৃত্য সহ বিভিন্ন ধরনের জুয়ার ও মাদকের আসর। এবং তা গভীর রাত পর্যন্ত চলতে থাকে।নাম প্রকাশ করার না শর্তে এই প্রতিবেদকের ব্যবহৃত মোবাইল ফোনে অভিযোগ করে স্থানীয় এক ইউপি সদস্য জানান,প্রতি রাত এই জুয়ার আসর থেকে আনুমানিক ২-৩ লক্ষ টাকা আয় হয়।যার একটি অংশ বাকেরগঞ্জ থানার এস,আই জিহান এবং মিনহাজ বাকেরগঞ্জ থানার কথা বলে নিয়ে যায়(অডিও রেকর্ড সংরক্ষিত)।এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেনের নিকট জানতে চাইলে তার সরকারী মোবাইল নাম্বারে ফোনে দিলেও তিনি কল রিসিভ করে নায়।একদিকে যেমন সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে অপরদিকে এলাকায় বিভিন্ন ধরনের চুরি,ডাকতি,ছিনতাই সহ নানান ধরনের অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে।তাই এলাকাবাসীরা অভিযোগ করে জানান মাননীয় সংসদ সদস্য ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করে অতি জরুরী ভিত্তিতে এই নগ্ন নিত্য এবং জোয়ার আসর বন্ধ করা সহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪