অস্মিত চক্রবর্তী অমিত
চট্টগ্রাম উপজেলা বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত।
বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মনিরুল আলম, সম্পাদক আবু নাছের।এতে সভাপতি পদে এডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল বিনা প্রতিদ্বন্দ্বীতায় এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট মুহাম্মদ আবু নাছের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন এডভোকেট নাজমুল আলম চৌধুরী।
রোববার (২১ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বাঁশখালী আদালত ভবনের আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতদের মধ্যে সহ-সভাপতি পদে এডভোকেট ফজল আকবর জয়নাল আবেদীন বেলাল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসীম উদ্দীন, অর্থ-সম্পাদক পদে আক্কাস উদ্দিন, দপ্তর সম্পাদক পদে এডভোকেট আলী নেওয়াজ খাঁন, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে এডভোকেট আনিসুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট লিংকন তালুকদার, সদস্য পদে এডভোকেট শহীদুল কাদের টিপু, এডভোকেট আমিনুল এহছান নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এডভোকেট এম.আর.এম তাকছিমুল গণি ইমন এবং সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এডভোকেট শওকত ইকবাল চৌধুরী ও এডভোকেট তাপস কান্তি সুশীল। নির্বাচনে ৬৪ জন ভোটারের মধ্যে ৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফলাফল ঘোষণার পর সকল সদস্যদের নিয়ে আইনজীবী সমিতি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীরা সংগঠনের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।