নিজস্ব প্রতিবেদকঃ ২০০৫ সালে দেশব্যাপী বহুল আলোচিত সিরিজ বোমা হামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য আজিজুল হক গোলাপ (৩৮)'কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
মঙ্গলবার (৯ মে) সকালে র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এ কথা জানান র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান।
তিনি বলেন, ২০০৫ সালে দেশের বিভিন্ন স্থানের মতো ময়মনসিংহে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এ ঘটনায় তখন পুলিশ বাদী হয়ে কোতোয়ালী থানায় বিষ্ফোরক আইনে মামলা করে। মামলায় জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, বাংলা ভাইসহ ১১ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। ওই মামলায় ১৮ বছর ধরে চার্জশিটভুক্ত আসামি আজিজুল হক পলাতক ছিল। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গতকাল (সোমবার) ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১৪ এর এক কর্মকর্তা আরও বলেন, সে (আজিজুল হক) ঢাকার একটি স্বনামধন্য ফ্যাশন হাউজের সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন । তার গ্রামে বাড়ি গৌরীপুর উপজেলায়। সে স্থানীয় একটি স্কুলে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানসহ জেএমবি সদস্যদের নিয়ে গোপন বৈঠক করত। আইনি প্রক্রিয়া মেনে এই আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪