মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ রাজধানীর ভাটারা থানাধীন ৩০০ ফিট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে খুলনার বহুল আলোচিত গত ৬ মার্চ ২০২৩ তারিখে খুলনার দিঘলিয়ায় মাইনুল হত্যা মামলার এজাহারনামীয় কুখ্যাত আসামী খুনী মোঃ শাহ জালাল শান্ত হোসেন (২৬)খুলনা’কে গত ১৬ এপ্রিল ২০২৩ তারিখ গভীর রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
অধিনায়ক জানান, গত ৬ মার্চ ২০২৩ ইং খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটি কলেজ পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মাইনুল (৩০)’কে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে কতিপয় দুর্বৃত্ত। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ৮ মার্চ ২০২৩ তারিখ দিঘলিয়া থানায় ১০ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ধৃত শাহ জালাল শান্ত উক্ত মামলার ২ নং আসামি। উক্ত মামলাটি রুজু হওয়ার পর থেকে সে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।